তুমি আজ জ্বালালে প্রদীপ
অন্যের গড়া ঘরে,
অথচ,তুমিই দেখিয়েছিলে আলো,
আমার এ অন্ধকারময় নীড়ে!


বলেছিলে তুমি,যেওনা কভু
ছাড়িয়া আমায়,যদিও আসে ঝড়,
সেই তুমি,কেন ঝড়ের কবলে ফেলে গেলে,
এত যত্ন করে বানালে পর?


দেখো মায়াবিনী,তোমার দেখানো স্বপ্নগুলো
দুমড়ে পড়েছে ঝড়ে,
তোমার হৃদয়ে বেঁধেছিলাম যে মন,
দেখো তা মরিছে হাহাকারে!


তোমার সুখ দেখে আজ খুশির বাণে
প্লাবিত আমার অন্তর,
জীবনব্যাপী বলে যাই আমি,
হাঁসিতে ভরে থাক তোমার দুই অধর।


বলেছিলে তুমি করিবেনা ক্ষমা মোরে
কোনোদিন কোনোকালে,
মানিয়া নিয়াছি বড় নিকৃষ্ট আমি,
তাই,এটাই ছিল মোর ভালে।