এসেছো যবে পৌরাভিভাবক বেশে
এই নগরীর বুকে,
শুনেছি মোরা উন্নয়নের বাণী
শুনেছি তোমার মুখে।


ভেবেছো সদাই নগরবাসীর কথা,
করেছো কর্ম তাদের তরে,
মাঝ-রজনী বিশ্রামে যেয়েও আবার
উঠেছো খুব ভোরে।


ভেবেছো তুমি,ক্যামনে আসিবে সুখ,
শত উন্নতি এই নগরীর,
করিছো চিন্তা অক্লান্ত মনে
কত ব্যপৃত কর্মে গভীর।


তোমা-প্রতি মোদের অগণিত আশা
করিবে অগাধ উন্নতি,
তাইতো মোরা বারে বারে চাই
তোমাকেই হে,নগরপতি।