ভেঙ্গে গেছে ভালবাসার সেই ফ্রেম,
ছিলনা কভু আমার এ জীবনে প্রেম।
আজ এত খুশি লোক লোকান্তরে,
তবু ব্যাথা জাগে কেন এই অন্তরে।


নেই এখন আজ সেই আমি,
কেন গেলে ছেড়ে তুমি ও প্রেমি,
কেন এমনও দিনে নেই গো তুমি
তবু আমি স্মরি তোমায় গগনচুমী।


ভালবাসা নামের ঐ আলোর বাতি
নিভে গেছে সব করেছে নতি,
আমি আর নেই গো ভবে
খুঁজোনা কেউ আমারে তবে।


আমি আজ বেঁচেও মরা
বুঝিবেনা কভু এই বিশ্ব ধরা,
ডেকোনা মোরে এই অবনি পরে
চড়েছি সদা মরণের তীরে।


সুখের অনলে আমার পুড়েছে বাটী,
আজি পেতে চাই আমি জীবনের ছুটি।
বাঁজিবে কবে মোর বিদায় ঘন্টা
যেতে চাই পরপারে নেই উৎকন্ঠা।


কেন হলো এমন আমার সনে,
অবিরত কেন তারে পড়ে মনে।
সেতো রয়েছে সুখে অন্য নীড়ে,
কেন রে মন ভাবে সদাই তারে।