কবিতা আমার সুর লহরী,কবিতা আমার গান,
কবিতা আমার জীবন-বীণা,অবিনাশী অম্লান।
কবিতা আমার চলার পাথেয়,কবিতা আমার সাথী,
কবিতা মোর প্রেম ভালবাসা,আঁধার রাতের বাতি।


কবিতা আমার মনের ভাষা,কবিতা আমার বুলি,
কবিতা আমার সুপ্ত বচন,সত্য-সাচের ঝুলি।
কবিতা আমার জীবন-তরী,কবিতাই মোর হাল,
কবিতা হলো জীবন গাঁথুনি,কবিতাই মায়াজাল।


কবিতা হল আমার দেশের স্বাধীনতা প্রেমির বাণ,
কবিতা মানে ভাষা শহীদের ঝড়ে পড়া তাজা প্রাণ।
কবিতা হল আমার জাতির স্বাধীনতা সংগ্রাম।
কবিতাই বীর,স্বাধীন করিল ঊনসত্তর হাজার গ্রাম।


কবিতা হলো বীর পুরুষের অন্তহীন প্রেরণা,
কবিতাই বিজয়ী,শত্রুকে করে লাঞ্চনা।
কবিতা জাতির জীবন মাঝি,কবিতা সর্বজনীন,
কবিতা ব্যতি ছিন্ন জাতি,বিশ্ব-ধরা মলিন।


কবিতা আমার মেঘলা গগণে ভেসে চলা মাহতাব,
কবিতা হল বর্ষা লগনে বহমিত আপ্লাব।
কবিতা আমার বাদলা দিনের অঝোর ধারার নীর,
কবিতা তুমি প্রবল ঝড়েও অক্ষত জিঞ্জির।


কবিতা হল বয়ে চলা নদী,অবিরত বানের ডাক,
কবিতা মানে এঁকে বেঁকে বহা,অস্থির-নির্
বাক।
কবিতা হল স্বচ্চ-সলিল,গঙ্গা সাগরের ঢেউ,
কবিতা মানে চির যৌবনা,প্রবল লহরেও।


কবিতা হল মায়ের কোলে শিশুর ঘুমের পথ্য,
কবিতাই খেলা,মানব হৃদয়ের নৃত্য।
কবিতা মানে মাতৃপ্রেম,জাতির জাগরণ,
কবিতাই শ্রেষ্ঠ,কবিতাই অম্লান,কবিতাই অমরণ!