দারিদ্র্য তুমি অনন্তব্যপি
          গরীবের চোখের জল,
দারিদ্র্য তুমি জঠর পোড়ানো
          দয়া-মায়াহীন অফুরন্ত অনল।


দারিদ্র্য তুমি করোনা ক্ষমা
          কারো,যদিও যায় মরে,
দারিদ্র্য তুমি বড়ই সর্বনাশা
          আঘাতই হানো বারে বারে।


দারিদ্র্য তুমি প্রেম-ভালবাসার
          অনন্ত জ্বালাময়ী,
দারিদ্র্য তুমি যাকে ধরেছ
          তাকে,করেছ বেদনাময়ী।


ভালবাসার অস্ত্র তুমি
         তুমিই সর্বগ্রাসী,
ছাড়িতে চাইলেও কেহ তোমায়
         আকড়ে ধরো কেন হে,অবিনাশী?


দারিদ্র তুমি এ ধরণীর বুকে
             শুধু,গরীবের শোকাগার,
তোমা হতে মুক্তি পেতে হয়ত!
              হতে হবে পারাপার।


দারিদ্র্য তুমি হীন মানবের
             নিত্য খেলর সাথী,
দারিদ্র্য তুমি কেড়ে নাও কেন
             দলিত কুঁড়ের ভাতি?


আর কতকাল কাঁদাবে ভূবন,
            কাঁদাবে জীবন-প্রাণ,
দারিদ্র্য তুমি ছাড়ি দাও মোরে
            থাকিওনা অম্লান।