কৈশরে ছিলে প্রিয় মদীয় সাথী
ভুলিনি আজও তোমার কোমল ভাতি।


ছিলে তুমি মোর খুবই অন্তরঙ্গা,
মম মাঝে যারে স্মরি বারে বারে
           সেই তুমি নবগঙ্গা।।


আষাঢ়ে তোমায় ভরিয়ে দিতো
        বাদলা নীরোদ,পয়োদ-ঘনে।
আসিতো তারা একতান রবে,
        কলকল কলরব গুঞ্জনে।।


বারি যে তোমার অমীয় সুধা
        মহান স্রষ্টা দিলেন খোদা।
পিয়ালে তাহা সমগুন মেলে
         আমার এ হৃদয় তৃষ্ণা পেলে।।


বক্ষে তোমার বুহিত চালায়
         মাল্লা-মাঝি সর্ববেলায়।
করোনা তুমি করোনা বিরোধ
         তাদের তরে অগাধ দরদ।।


সায়াহ্নে তোমার শান্ত শোভায়
         গোধুলি আলোর মলীন আভায়।
দেখিতে তোমায় অতি বৃন্দার
         সঁপিয়ে দাও প্রীতি উপহার।।