পূর্ব দিগন্তে আজ উদিয়াছে ভানু,জাগিয়াছে ঊষাপতি,
নতুনের গানে নতুনের সাজে,সাজিয়াছে দিনপতি।


নব সূর ডাকে ওয়ে তরুন,ওয়ে কিশোর
তোরা আয় না নব ঘরে!
নতুনের ঝড়ে,নতুনের খোঁজে
বাধিব আশা মোরা নতুন বৎসরে।
পূরবী গগন সাজিয়াছে নব সাজে
ছড়াইয়াছে দ্যুতি তপন,
নতুন পবনে,নতুন সুরভে
নতুন যুগান্তরে করিব পদার্পণ।।


দীপ্ত শপথে,দীপ্তি হস্তে ছুটিবে তরুণ দল,
থাকিবেনা শোক,থাকিবেনা তম,রহিবে অরুণ বল।


ওরে নবীন,ওরে যুবক তোরা
থাকিসনা আঁধারেে করিসনা কোনো ভয়,
দুঃখের ভাগাড়ী,তিমির রাত্রি
তাড়াইতে অদ্য ঘটিয়াছে ঐ নতুন সূর্যোদয়।
ব্যর্থতাগুলো ভুলে মোরা সবে
বাধিব অগাধ আশা,
সকল দুঃখ হেলাইয়া মোরা
কাটাইব অমা,কাটাইব অমানিশা।।


জাগিছে অরুণ,ছুটিবে তরুন,আজই খুলিবে আলোর দ্বার,
করিয়াছে পণ,ধরাশায়ে তারা রচিবেই সুখাধার।