ফিরিয়ে দাও তুমি মোরে
           সেই সুখের শৈশব,
স্বর্ণ দিবা সোনার খাঁচা,অবিষণ্ন কলরব।


কত উল্লাস,কত মধুময়-অগণিত বিহ্বল,
       স্মৃতিতে ভরা,মম-মাঝে গাঁথা
              মোদের শিশুকাল।


বেড়াইতে গিয়াছি অরণ্য কানন
      আর অবারিত মাঠ,
হয়তবা খাল বিল নতুবা গঙ্গা-ঘাট।


কে’বা শোনে মায়ের বকুনি
         আর বাবার শাসন,
সবকিছু ভেদ করি,করেছি পূনর্গমন।


বৈকালের নদী তটে ঐ মধুর লগন,
           ভুলে গেলেও সবকিছু,
     আজও আছে তার স্মরণ।


গাঁয়ের তামাম দুষ্ট ছেলে ছুটেছি রঙের বেশ,
          আসিয়াছি ছুটে আবার
         মায়ের কোলে দিনাবশেষ।


বেসুরো জীবন বীণা,বেদনা ঝঙ্কার তোলা,
         অবিমিশ্র সুখ দুঃখ
       অজস্র যায়না ভোলা।


অগণিত তরঙ্গের মাঝেও তুমি রহিয়াছ অম্লান,
        ভুলিব তবাদি তোমায়
         যবে হারাবো প্রাণ।।