শীতের বিদায়ে বসন্ত স্মরণে ফাগুনের আগমন,
ব্যস্ত ভূ্্যলোকে,হৃদয় দু্্যলোকে
রচিয়া কাব্য গাঁথা
মনের হরষে,পুষ্প ডালিতে করি বসন্ত বরণ।
আজই আম্রকাননে মুকুলেরা সবে
দিয়ে যায় সদা উঁকি,
গভীর নিবিড়ে,ঝোপের আড়ালে
সুকণ্ঠে গান গাহে বসন্তী পাখি।
শিরীষ, কাঞ্চন, করবি কুসুমে
ভরিল দিশিদিশি,কানন কান্তার,
বসন্তি পবনে হৃদয় গগনে
পুলক ঝরে আনন্দ সবার।
পলাশ,ডালিম,অশোকেরা ছড়ায় স্নিগ্ধ সুবাস,
গম,যব,সরিষা,শস্যে ভরে
বাংলার অবারিত গাঁয়ের মাঠ
আর কৃষানের মাঝে আসে প্রাণের আভাস।
মাথার পরে রাধা-কৃষ্ণচূরার মহা সমারোহ,
পুষ্প বাগানে মালতী-মল্লিকা,জুঁই,
শেফালি,শিমুল,চাঁপার গন্ধ
আনে মানব হৃদয়েে মোহ।
বসন্তে প্রেমিক পরাণে জাগে প্রেমের শিহরন,
ফুল মুঞ্জরী মধুকরে মধুর সঞ্চালন।
বসন্ত লগনে কবিমনে ওঠে কবিতার তান,
আহ্বান জপে সারা বছর যেন
রহে এই অমর বসন্ত,
রহে যেন সদা কাব্য গাঁথার আয়োজন।