একদিন বদলে যাবে আমার ধরা
থাকিবেনা আর কারো হেলা,
করিবেনা কেহ মনের খেলা
নিশিদিন সর্ববেলা।।
একদিন পাল্টে যাবে জীবন ধারা
জীবনের তরে ওগো পথচলা।
আসিবেনা কেহ আঁধার লয়ে
বিষণ্ণ বেদনা শত্রু হয়ে।।


একদিন বদলে যাবে আমার ভূবন।
কাটিবেই নিরাশা,
ভয়াল ঘূর্ণি পালাবে সকল সর্বনাশা।
থাকিবেনা আর হৃদয়ে রক্তক্ষরণ।।
একদিন বদলে যাবে জীবন বীণা
ফেলিবেনা জাল,দুঃখেরা কেউ দিবেনা হানা।
পাল্টে যাবে একদা আমার হৃদয়
ফলিবেনা সোনার ফসল,
উঠিবেনা আর কোনো বৃক্ষ হেথায়।।


বদলে যাবে মোর এমতি জীবন
সুখেরা কভু আর করিবেনা আত্মহনন।
হারাবেনা কেহ আর হৃদয় থেকে
রহিবে অমর চিরদিনের তরে
গাঁথিবে জীবন এই
ছোট্ট মনের ঈষৎ সুখে।।


একদিন হারিয়ে যাবে ঐ তোমার নীতি
খুঁজিবেনা তুমি নীলাভ্র গগনে,
গোলাপের বৃন্ত মূলে
খুঁজিবেনা শমন ভাতি।
একদিন বদলে যাবে শোকের লগন
আসিবে সুখের বার্তা লয়ে
সুবাসিত সেই দক্ষিণা পবন,
সারা বসুন্ধরা মোরে করিবে সাদরে গ্রহণ।।