কেন ছিন্ন ভিন্ন আমি
জানেন তাহা অন্তর্যামী।
নষ্ট হৃদয়,নষ্ট জীবন,
নষ্ট আমার ভূবন!
কেন নষ্ট সকল কার্যধারা
নষ্ট আমার বচন!


আমি চাইনা চাইনা আর
এমতি জীবন তরী,
কেন আসেনা আমার দ্বারে
কলুষিত এই শুন্য জীবনের দাঁড়ি!
অদ্য হৃদয়ে সর্ব প্রহরে
উঠিয়াছে বিষম তুফান,
যায় যদি যাক শ্রোতের অনুকূলে
সকল বাসনা হোক না অকিঞ্চন।


যদি আসিয়াও রহে কভু মহাপ্লাবন বহে
প্রশান্তের সেই অশান্ত ঊর্মি তরঙ্গে,
যদি তিলে তিলে গড়ে আটলান্টিকনামা
অশ্রু ঝরিয়া আমার এ অপাঙ্গে।
যদি কালবৈশাখী ঝড়ে হয়
আমার এ গীতিকাব্যের ছন্দপতন,
যদি ফুজিয়ামার অগ্নিতে হয় দগ্ধ
মৎসরীত আমার এই মন।


যদি আল্পস এর গলিত বারিতে ভাসে
আমার এ মহাকান্তের জমানো অরণি,
যদি ভরিয়াও যায় বানের ডাকে
সজ্জিত সুখের এ ধরণী।
তবুও অন্তরে মহা পুলক রবে
হাঁসিবেই মন বারে বার,
আনন্দ চিত্তে ত্যাগীবে ধরা
হবে পরলোকেে পারাপার।।