পরম দয়ালু খোদার প্রতি জানাই,লক্ষ কোটি শুকরিয়া,
যে প্রভু সৃজিল মোদেরে তাঁর,আপন মহীমা দিয়া।যিনি দিয়াছেন পাপীদের তরে,মহিমান্বিত কত রাত,
যাতে করে পাপী তাড়াতে পারে পাপ,রিপুর তাড়না উৎখাত।


এ রাতে মুসলিম মোরা রই মশগুল,আল্লাহর গুণকীর্তন গেয়ে,
পাপ-শাপ সব চলে যায় দূরে,ঈমানদারের কান্না-জলে।
বিশ্ব মানবের তাকদীরনামা,লেখাহয় এই রাতে,
কি পাবে,কি পাবেনা বান্দা,সারা বছরের ডায়েরীতে।


তাইতো মুসলিম দলে দলে ফেরে,রহমতের নীড় মসজিদে,
সর্বনিশি জাগ্রত কাটাইয়া,ভেজায় বক্ষ নিনাদে।
মহান এই রজনীতে এসো,ডাকিব খোদাকে সকলে,
দিবেন নাজাত দয়াময় প্রভু,জাহান্নাম হতে পরকালে।


দেখো আজ এই অমূল্য নিশিতে,ফুটেছে কত উৎপল!
আরাধনার লাগি নুইয়েছে মাথা,বৃক্ষে ভরা জঙ্গল।দেখো আজ আঁধার রজনে করিছে সেজদা,আঠারো হাজার সৃষ্টি,
দেখো তাদের প'রে ঝরিছে মুষলধারে,অবিরাম করুণা বৃষ্টি।


আল্লাহ কন ডাকিয়া বান্দারে,"ওহে,কে আছো ধরাধামে,
কে আছো তওবাকারী যারে,করিব ক্ষমা পবিত্র এই অমে।
কে আছো দুঃখের ভাগাড়ি,করো আমার দ্বারে প্রার্থনা,
করিব পূর্ণ সকল বাসনা,যত আছে তোমার পুন্য কামনা।


"আজই বলিবে এই কলুষিত প্রাণ,ক্ষমা করো হে,আল্লাহ মহান,
আজ পাপ তাপ ছাড়িবার তরে,খোদার দয়ায় করিব স্নান।
এসো,দলে দলে যাই আল্লহর ঘরে,এসো হে মুসলমান,
চলো,আত্মকে সঁপি বন্দেগীতে,গেয়ে যাই খোদার গান।
এসো,কেঁদে কেঁদে জপি স্রষ্টার নাম,তিমির রাত্রি জাগি,
এসো হস্ত তুলিয়া করে যাই দোয়া,বিশ্ব-মানবের লাগি।