"তুমি আসবে বলে হে বসন্ত"


তোমারে বরিতে দেখো হে বসন্ত,
সাঁজিয়াছে কত কুমারী,
শুভ্র শাড়ীতে জড়িয়েছে গা,
পুষ্প ডালিতে দাঁড়িয়েছে কেশরী।


তোমারে বরিতে ষোড়শীরা সবে
গাহিছে ফাগুনি গান,
তিমির নিশিথে,ঝোপের আড়ালে
ভাসে কোকিলেরও কুহুতান।


দেখো,আম্রকাননে মুকুলেরা
নাঁচে দখিনা বায়ুর তালে,
শুনো,দোয়েল,কোয়েল,ময়না,শালিক,
গেয়ে যায় গান হিজলের কোনো ডালে।


দেখো,বসন্তাগমনে প্রেমিক হৃদয়ে
জাগে চকিত শিহরন,
বড় পিয়াসি মনে ছুটে প্রেয়সীরে লয়ে
নির্জনতার গহীন পুষ্পবন।


তুমি আসিবে জেনে দেখো,
ফুটেছে জুঁই,অশোক,চামেলি,কাঞ্চন;
শেফালী,শিমুল,রক্ত-করবী
আর হাসনাহেনায় ভরেছে বন।


হে বসন্ত তুমি আসিয়া ধরার মাঝে
সুপ্ত প্রেমের আহ্বানে,
করে দাও সজীব এই মৃত হৃদয়েরে,
আর প্রাণ দিয়া যাও তনে।