বিয়ে করা স্বাধ হয়েছে
কে থামাবে আমায়
অনেক কষ্টে বিয়ে হচ্ছে
ঠিক করেছে মামায়।


শুনেছি খবরে ঝড় হবে
বৃষ্টি হবে সাথে
এই চিন্তায় খাওয়া বন্ধ
ঘুম হয়না রাতে।


বিকাল হতে আকাশ পানে
তাকাই বারংবার
রাত পোহালে হবে আমার
নতুন এক সংসার।


বৃষ্টি হলে কাঁদা জলে
কেমনে হবে বিয়ে
কানাকানি করছে আবার
বাড়ির বউ ঝিয়ে।


কালো মেঘে ছেয়ে গেছে
পশ্চিমের নীল আকাশ
হঠাৎ করে শুরু হলো
আওড়া কাওড়া বাতাস।


মেঘের সাথে খেলা করছে
কাঁটা শিলা বৃষ্টি
ভাবছি আমি কাঁদো মনে
এই বুঝি বিয়ের মিষ্টি।


সারা রাত্রি ঝড় বৃষ্টির
চলছে হরেক তামাসা
ভাল্গেছেনা কিছু এখন
মনে জমেছে হতাসা।


সকাল বেলায় উঠে আমার
চোখে পরলো ছানি
বাড়ির ভিতর উঠানের উপর
হাটু সমান পানি।


বন্ধু বান্ধব ভাবি গনেরা
মজা নিচ্ছে আমায়
তাই শুনিয়া জেদ হইল
কে বিবাহ থামায়।


বিয়ে করতে যাবোই যাবো
যতই আসুক বাঁধা
রোদ বৃষ্টি ঝড় তুফানে
হউক না রাস্তায় কাঁদা।


দুপুর বেলায় বিয়ের সাজে
চললাম শুভ কাজে
বৃষ্টির ফোটার ঝনঝন আওয়াজ
কানের পাশে বাজে।


শশুর বাড়ির পাকা রাস্তা
বৃষ্টিতে গেছে ধসে
তাই দেখিয়ে ড্রাইভার বলেন
মামা ধরো শক্ত কষে।


অনেক কষ্টে অবশেষে
এলাম কনের বাড়ি
বাড়ির সামনের গঙ্গা যমুনা
কেমনে দিবো পাড়ি।


দুলাভাই আমার রসিক ভরা
বললো আমার তরে
বিয়ের আগেই শালাবাবু
মরছো কেন ডরে।


বিয়ে বাড়ির গেটে সামনে
লোকে সমাগম
পানির মধ্যে দাড়িয়ে আমার
বের হয় যেন দম।


শালা শালি কতক জনে
ফিতা বেঁধেছে গেটে
ডুবুজলে কেমন করে
ঘরে যাবো হেটে।


দুলা ভাইয়ে কোলে তুলে
জল করলো পাড়
মনে মনে বলছি আহারে
বিয়ে কি চমৎকার।


অনেক কষ্টে অবশেষে
হয়ে গেল কবুল
বিয়ে করে আজকে আমার
নাম হয়েছে আবুল।