বেঁচে থাকার সুখটা দেখতে চাইনা দুচোখে
হাজার কষ্ট জমিয়ে গেছে আমার বাম বুকে।
এ সংসারে আজ অবধি হয়ে গেছি আজ বোঝা
লাঠির বাহন ব্যতীত আজ হতে পারিনা সোজা।
ঠাই হলোনা নিজের ঘরে বাহির করেছে টেনে
সন্তানের হাতে লাঞ্ছিত হবে ভবে কেউনা জানে।
বৃদ্ধ লোকে এ জগতে হয়ে যায় বুঝি বেশি?
অবহেলা আর অপমান চলে সর্ব দিবানিশি।
বেশি খাইনা তবু ও তারা দিয়ে চলে সদা খোটা
কুকুরের মত দিয়ে খাবার সকাল রাত্রে দুটা।
ভাঙ্গা ঘরে ঠাই দিয়েছে স্যাঁতসেঁতে কাঁচা ঘরে
বিছানাতে তেলা পোকারা আর মাছি কিলবিল করে।
জানা ছিলোনা কখনো হায় নিষ্ঠুরতার খেলা
জীবনের এই সমাপ্তি লগনে হবে এমন অবহেলা।
যাদের সুখের জন্য লাগি আমার দেহের এ দশা
গতর খেটে সারাটি জীবন টেনে এনেছি সর্বনাশা।
হায়রে নিয়তি করি আজ মিনতি সাধ কিছু আর
চেয়ে আছি আজ উপরের দিকে নিয়ে নাও পরপার।
আপন ভেবে সকলের তরে দিয়েছি সকল কিছু
বিদায়ের বেলা হিসাব কষে দেখি আজ সব মিছু।
আমায় দেখে বুক ভাসায় লোকে ফেলায়না একটু দৃষ্টি
প্রশ্ন নেই তোমার তরে আজ চমৎকার তোমার সৃষ্টি।
আমার মত কেউ যেন না পায় এমন সুখের তরী
বিদায় বেলা প্রার্থনা এটাই হইওনা আর সংসারী।