সময় তুমি বড় নিষ্ঠুর
এতটুকু নেই মমতা
দেখিয়ে গেলে আপন গতিতে
তোমার হাতের ক্ষমতা।
এইতো সেদিন কথা
মনে হয় গতকাল
না! পাড় হয়েছে বছর তিনেক
চলে গেলে উড়িয়ে পাল।
কত স্মৃতি কথা আনন্দ
কত মানুষের মুখ
হাসি কান্নার সময়ে ছিল
গগনচুম্বী সুখ।
কেউ চলে গেছে বহু দুরে
কেউ হয়েছে পরপাড়
জ্বলছে কেউ ব্যাথা আগুনে
অভাবে কাটে সংসার।
কর্মহীন ঘরমুখো কত
কেউ বোঝা সংসারে
হাজার কষ্ট বুকে নিয়ে কত
পাহার টেনেছে ঘাড়ে।
মানব জীবন পাখির মতন
কোথাও নেই সঠিক ঠাই
এই ভুবনে দেখিলাম তবু
মানুষের মত কেহ নাই।