আহা!  কি চমৎকার ভাষা
তোমাদের চেয়ে অধিক মার্জিত
আমাদের গরীব চাষা।


পকেটে কলম মাথায় বিদ্যা
অন্তরে পোষে শয়তান
জানোয়ারের ন্যায় আচরণবিধি
গাও মানবতার গান।


তোমাদের দেখে শিখবেনা জাতি
পয়দা হবে কুলাঙ্গার
বিকৃত হবে নতুন প্রজন্ম
স্বাধীনতা হবে বলাৎকার।


সভ্যতা ও রুখে দাড়াবে
তোমাদের ব্যবহারে
অত্যাচারে বিনাশ হবে
গরীব দুখীর সংসারে।


স্বাধীনতাকে গলা টিপে মেরে
বিজয়ের পতাকা উড়াও
অবৈধ ক্ষমতা নেই মমতা
জ্বালিয়ে সবই পুড়াও।


তোমাদের দেখে নাক ছিটকায়
নাম শুনে দেয় গালি
তোমাদের বিপদে ভৎসনা করে
দুহাতে বাজায় তালি।


সনদের মাঝে আছে গলদ
সব শিখেছো মিছে
মূর্খ দানবের সঙ্গ এখন
শুকুরের দল পিছে।


আর নেই বাকী বৃদ্ধা হতে
পাবেনা সেদিন পাড়
দেহের চর্ম ঝুলিলে যাবে
দেখা যাবে কঙ্কাল হাড়।


মানুষ হবে কবে এ জাতি
কবে আসিবে সুদিন
চিৎকার করে বলিবো সেদিন
দেশ হয়েছে স্বাধীন।