বদলে যাক,ধ্বংস হউক,থেমে যাকনা সবই
বন্যা শ্রাবণ মহাপ্লাবনে ডুবে যাক শস্য রবি।
মৃত্যুর মুখে পতিত হউক রোগ শোক মহামারি
পশু পাখি জন্তু মানব পাড়ি জমাক জগত ছাড়ি।
বন্ধ হউক বিদ্যা নিকেতন মূর্খ হউক সারাবিশ্ব
বিবেক বর্জিত পাপিষ্ঠ লোভী দেখুক এসব দৃশ্য।
শূন্য হউক নদী নালা খাল, মহাসাগর ভরাপুকুর
সকাল সন্ধা নিশি রাত্রি হউক কাঠফাটা দুপুর।
ছেয়ে যাকনা না আবাসস্থলে হিংস্র জানোয়ার
ঘাড় মটকিয়ে ছিঁড়ে খাকনা মাংস পিন্ড হাড়।
তাড়িয়ে ধরুক অমানুষদের দাঁত খিচকানো কুকুর
কুড়ে কুড়ে খাক শিয়াল শকুন বন্য কালো শুকুর।
বাতাসে ছড়াক বিষাক্ত গ্যাস ফাটুক এ্যাটোম ব্যোম
দেখুক সবাই চোখের সন্মুখে দাড়িয়ে আছে যম।
ক্ষুধার জ্বালায় খাবার নিয়ে হউক না কাড়াকাড়ি
চারিদিকে পরুর কান্নার রোল চিৎকার আহাজারি।
আকাশ থেকে ভেঙ্গে পরুক কঠিন  বজ্রপাত
আজরাইলে পিট মুড়ে বেঁধে সপাটে করুক আঘাৎ।