পৃর্থিবীর তরে  জন্ম নিয়েছে যে জন
হউক না যে ধর্মের পাড়া পরশি স্বজন।
পরিচিতি তার জন্ম লগ্নে আদম সন্তান
দিয়েছে প্রভু সকলের তরে যতখানি সন্মান।
সাদা কালো বেটে লম্বা হউক না জ্ঞানী মূর্খ
ঠোঁটের ফাঁকের শব্দে আছে অমৃত বা সর্প।
কুড়ো ঘরে পালিত হয়ে কেউ হয় মহাজ্ঞানী
সোনার থালায় আহার করেও শিখে শয়তানি।
রোদে পুড়ে লাঙ্গল চালিয়েও ভাষাতে হয় মুগ্ধ
পুথি বিদ্যায় শিক্ষিত লোকের আচরনেতে দগ্ধ।
ধর্ম জ্ঞান কিঞ্জিৎ যার সেও যেন মহা পন্ডিত
বিক্রিত বিবেকের সাক্ষ্যদানে ফাঁসিতে হয় দন্ডিত।
নিরেট মূর্খ কড়ির জোরে সমাজের প্রতাপশালী
সন্ত্রাসী ও মঞ্চে দাড়িয়ে করজোড়ে পায় তালি।
শ্রুতিমধুর কথার জালে বোকাসোকা হয় বন্ধি
বিলাসের লাগি পকেট ফুলাতে সাজায় কত ফন্দি।
পাপের অর্থে ভাগ বসাতে করেছে কাড়াকাড়ি
হিংস্র থাবায় নিষ্পাপ দেহ পরপারে দেয় পাড়ি।
আহার জোগাতে ব্যস্ত কত দিন-মজুর ছা-পোষা
ভোগ-বিলাসে মগ্ন আছে সমাজের রক্তচোষা।