অবশেষে বুঝি ফিরে পেলাম
টানাটানি করার যন্ত্র
হারিয়ে গিয়েছিল অনেক দিনে
কে যেন দিয়েছিল কুমন্ত্র।


এ সমাজে নিশ্চুপ থাকিলে
হবেনা কোন ঝামেলা
প্রতিবাদী যদি হও তবে
সামনে আসিবে পামেলা।


আজব জগতে দেখিবে শুধু
করতে পারিবেনা প্রতিবাদ
নইলে তুমি নিত্য খাবে
পশ্চাৎপদে আঘাত।


শাসন শোষণ ন্যায় অন্যায়
দেখে যাও শুধু অক্ষে
পাথর চাপিয়ে আটকে রেখ
চিরকাল বাম বক্ষে।


বিবেকের তাড়নায় উচ্চস্বরে
যদি করো চিৎকার
দেখিবে তুমি হঠাৎ করে
তোমারে করিবে সৎকার।


এ সমাজে বিবেক বর্জিত
মানুষের নেই কমতি
সকল বিবেক গ্রাস করেছে
হাভাতে নদী গোমতী।


এভাবে চলছে বহুকাল ধরে
কখনো হবেনা বিনাশ
বাস্তবতায় ঢাকা পরেছে
অভাগা হয়েছে নিরাশ।