ঘোড়া ছিলো আগের দিনে
যুদ্ধ ও চলার বাহন
ইঞ্জিন এসে  টাট্রু মাদি
দেখা যায়না এখন।

এখন আছে টমটম গাড়ি
একাই যাচ্ছে টেনে
ধুলা কাঁদার মধ্যে সবাই
অসহায় তার বীনে।

আজকের দিনে মোটর বাইক
কার না আছে ঘরে
মিছিল মিটিং বিয়ে ভ্রমনে
যাচ্ছে সবাই চড়ে।

তৈলের দাম বাড়ুক যতই
তাতে যায় কি আসে
বাইক এখন বড় বাহন
বছরের বারটি মাসে।

দ্রুত রোগীর সেবা পেতে
হেলিকপ্টার টাও দরকার
এসব সেবা পাচ্ছে শুধু
ধনী বনিক আর সরকার।

প্রাকৃতিক দুর্যোগ দেখতে হলে
হেলিকপ্টারে যাও উড়ে
যেখানে যায়না গাড়ি ঘোড়া
দেখে আসো সেথা ঘুরে।

আনারস তো রসে ভরা
খেতে ভারি মজা
দুধের সাথে মিশে খেলে
পেতে হয় বড় সাজা।

সারাটি বছর খাচ্ছে কিনে
আহা কি যে স্বাদ!
বেশি করে খেলে আবার
শিরশির করে দাঁত।

অনেক কথা হলো তবে
কি হবে বেশি বলে
এক কাপ চা খেয়ে সবাই
বাড়িতে যাই চলে।

চায়ে চিনি অল্প হবে
বেশি খেলে ক্ষতি
ডায়েবিটিস ধরা পরলে
নাইতো তার গতি।