সারা দিনের কর্ম শেষে
ফিরি সন্ধা বেলা
এসেই দেখি অবাক কান্ড
ঘরে চলছে খেলা।


ডিসুম ডিসুম আওয়াজ শুনি
হচ্ছে কি সব ঘরে
এখন দেখি গেম এ ব্যস্ত
দরজা বন্ধ করে।


বউকে বলি হচ্ছে কি সব
থাকো তুমি কই
মোবাইল গেমে ব্যস্ত সবাই
পড়েনা কেহ বই।


সারাটা দিন বাইরে থাকি
ব্যস্ত কাজের সাথে
সবার সাথে দেখা হয়
শুধুই সন্ধা রাতে।


এসে যদি দেখতে হয়
এমন দৃশ্য সবার
কষ্ট করে কামাই করা
জলে যাচ্ছে আমার।


ছেলে মেয়ে নষ্ট হচ্ছে
তোমার কি নেই জ্ঞান
ইচ্ছে করছে পিটিয়ে সবার
ভেঙ্গে ফেলি ঠ্যাং।


বউ বলে আমার তরে
প্যাচাল পারো কম
সন্ধা রাতে খেয়ে দেয়ে
পারো তো তুমি ঘুম।


ছেলে মেয়ে একজন ও
ঘুমায়না রাতের বেলায়
সারা রাত্রি জেগে ওরা
পাড় করে গেম খেলায়।


তোমায় কত নিষেধ করলাম
দিওনা মোবাইল কিনে
টিকটক আর গেমে নিয়ে
পরে থাকে রাত দিনে।


একটু যদি রাগ করি তবে
খায় সেদিন ভাত
জানোনা তুমি এমনি ভাবে
কেটেছে কত রাত।


বউয়ের কথা শুনে আমার
মাথায় পড়লো ঠাটা
নিজের ভুলে জন্য আমার
গলায় বিধছে কাঁটা।


নিজের হাতে খুন করিলাম
আমার স্বপ্ন গুলো
যা করিলাম জীবন যুদ্ধে
সব হলো আজ ধুলো।