মৃত্যু যদি এসে যায় কাল
চাওয়া হবে না ক্ষমা
পাপের খাতার পাতায় পাতায়
বোঝা থাকবে জমা।


তাইতো আজ চেয়েছি ক্ষমা
তোমাদের সকলের তরে
সকল অপরাধ মার্জনা করো
কাল যদি যাই মরে।


মৃত্যুর পরে কারো নিকটে
যদি থাকি কিছু ঋনী
আমার ঘরের ঘটি বাটি নিয়ে
ক্ষমা করে দিবেন তিনি।


যদি না থাকে ঘটি বাটি ঘরে
না থাকে কোন সম্পদ
করজোড়ে তাই বলে যাই কভু
হৃদয় থেকে করিও নিষ্পদ।


চলার পথে কোন সময়ে
দিয়ে যদি থাকি ব্যাথা
মৃত্যু পরে কখনো কেহ
রেখনা সেসব কথা।


আত্মীয় স্বজন বন্ধু বান্ধব
আছে যত গুনী জনে
আমি যেন থাকি সারাটি জীবন
তোমাদের গভীর মনে।


তোমাদের তরে বলে যাই কভু
না হয় যদি দেখা আর
দোয়া চাই শুধু ভাল থাকি যেন
গিয়ে আমি পরপার।


তিন মুঠো মাটি কবরে দিও
দোস দুশমন ভুলে
আমার জন্য শ্রোষ্টা যেন
শান্তির দার দেয় খুলে।