লগডাউনে আটকে গেছি
ঘরে বসেছি তাই
সকাল সন্ধা নিজের খাবার
রান্না করে যাই।
মাছ কাটা মুরগি কাটা
সবজি যায়না বাদ
সান্ত নাই ক্লান্ত দেহে
কেটে যায় দিন রাত।
মরিচ কাটা বড়ই কষ্ট
পিয়াজে চোখে জ্বালা
ঘর বাড়ি দৌত করা
বাদ পরে না থালা।
আলু পটল কুমড়া লাও
ভাজি মুরগির ডিম
যন্ত্রণায় পরি তখন আমি
থাকেনা যখন ভিম।
আটা ময়দা বড়ই ভেজাল
হাত করে দেয় ব্যথা
রাতের বেলায় ঘুমাতে গেলে
যন্ত্রণা হয় মাথা।
ডাউল বেটা বড়ই ফাউল
হাত দিয়েছে পুড়ে
পেটের ক্ষুধার জন্য তবু
থাকতে পারিনা দুরে।
কবে যাবে এই মহামারি
আসবে মনের সুখ
ফিরবো মোরা সবার ঘরে
ভরবে শান্তিতে বুক।
সৃষ্টির কাছে প্রার্থনা তাই
মুক্ত করো ভাইরাস
দেখতে চাইনা কারো আর
হতভাগ্য ঐ লাশ।