ভাবছি এখন আপন মনে
আমি কত বোকা
বারং বারে খাচ্ছি তাই
মনের কাছে ধোঁকা।


কে বলেছে জগৎ ভালো
নেই তো যেথায় শান্তি
সুখের পিছে ছুটতে ছুটতে
এখন বড়ই ক্লান্তি।


মানুষের মাঝে শান্তি পেতে
ভেবেছি আপন যাদের
তাদের জন্য জীবন শূন্য
হারাম হয়েছে ঘুম রাতের।


এখন রাতে ঘুম আসেনা
এপাশ ওপাশ ফিরি
মনে হয়যে বুকের উপর
চেপেছে কত গিরি।


চারিদিকেতে দেখছি শুধু
আমাবস্যার আঁধার
মাঝ নদীতে ভেসে এখন
বৃথায় কাটছি  সাঁতার।