বিবাহ মানে মহা আনন্দ
আর বাড়ি ভর্তি লোক
রাতের বেলায় ক্লান্ত দেহে
ঘুমানোর দুর্ভোগ ।


বিয়ে মানে নতুন পোশাক
নতুন নতুন খাবার
সাতটি দিনে সংসারেতে
সব হয়ে যায় সাবার।


বিয়ে মানে রং তামাসা
আতশবাজি আলো
কপাল দোষে গেলে ফেসে
হয় আমাবস্যার কালো।


বিয়ে মানে শশুর বাড়ির
নতুন জামাই আদর
সুখ জোটেনা তার কপালে
শশুর যদি হয় বাদর।


বিয়ে মানে বউকে নিয়ে
নতুন সুখের ঘর
বউ যদি হয় জিলাপির মত
জীবন বালির চর।


বিয়ে মানে দিনের শেষে
সন্ধায় ঘরে ফেরা
টম জেরীর খেলা চলবে
বউ যদি হয় ত্যাড়া।


বিয়ে মানে জ্যোৎস্না রাতে
আকাশ পানে চাওয়া
আটপৌরে তার ভাবনা হলে
খেতে হবে ধাওয়া।


বিয়ে মানে দুজনার প্রতি
ভালবাসার বোনা জাল
কেউবা থাকে সুখের নীড়ে
কারো ঘরে পুকুর খাল।


বিয়ে মানে ভ্রমন করা
বউয়ের সঙ্গে করে
পকেট ফাঁকা তাহলে কাকা
পিটাবে বন্ধি করে ।


বিবাহ মানে সকাল সন্ধা
খাইতে হবে ঝাড়ি
ভাল্লাগে না কোন কিছু আর
ছাড়তে চায় মন বাড়ি।


বিয়ে মানে সকাল বেলায়
বাজারের থলি হাতে
তালিকা কোন ভুল হলে
খাবার হবেনা পাতে।


বিয়ে মানে সকল সময়
হতে হবে দোষী
প্রতিবাদ করতে গেলে
খেতে হবে কিল ঘুষি।


বিয়ে মানে বড়ই জ্বালা
না যদি হয় মিল
অবশেষে কপাল দোষে
খাটতে হবে জেল।