এ জীবনে পেয়েছি আমি
পেয়েছি অনেক জ্বালা
শাসন নামের আঘাত পেয়েছি
হয়েছি বন্ধিশালা ।
বাপের হাতে আদর পেয়েছি
সাথে পেয়েছি সুখ
দুস্টামীতে মার খেয়ে তাই
ভাসাইয়েছি জলে বুক ।
পাঠশালাতে শিক্ষা পেয়েছি
পেয়েছি কিছু সনদ
আজকে সেটা ধীরে ধীরে
পচে হচ্ছে গলদ ।
সংসার নামের জেল পেয়েছি
পেয়েছি সাথে জ্বালা
মাঝে মাঝে তাই সকাল সন্ধা
ভেজাই খাবার থালা ।
আপন জনের সঙ্গ পেয়েছি
পেয়েছি বকা ঝকা
সাথে বড় সুখ পেয়েছি
হয়ে যাচ্ছি তাই রোগা ।
বেতন ছাড়া চাকরি পেয়েছি
সাথে খাচ্ছি ঝাড়ি
মনের মাঝে শান্তি পেয়ে তাই
মাঝে ঘর ছাড়ি ।
নেটওর্য়াক ছাড়া মোবাইল পেয়েছি
সিম পেয়েছি সাথে
আমার জীবন বিক্রি ও হয়না
ঢাকার ফুটপাতে ।
শিতের রাতে কাথা পেয়েছি
বালিশ জোটেনী তাতে
মশার কামরে একটু খানি
ঘুম হয়না রাতে ।
সুখের মাঝে থাকতে চেয়েছি
তাতে পেয়েছি কষ্ট
নিজের দোষে জীবন টারে
করে ফেলেছি নষ্ট ।
অবশেষে পেলাম আমি
বজ্র কুঠার আঘাত
দুচোখে আমার স্বপ্ন নেই আজ
নেই তো কোন সাধ ।