শীতের সমাপ্তি লগনে
বসন্তের আগমনে
পালিয়েছে শিতের  কুয়াশা,
ফুটন্ত ফুলে ভোমরা দোলে
গান গেয়ে চলে হেলেদুলে
মধু আহরণ তার ভরসা।


ত্যাগ করেছে লেপ কম্বল
হালকা আবরণ হলো সম্বল
আড়ালে গেল জুতা মোজা,
বাক্সে বন্ধি লম্বা চাদর
কান টুপিটার নেই আদর
সবই হলো আজ বোঝা।


বৃদ্ধ পাতা পরেছে খসে
নতুন কুড়িতে মৌমাছি বসে
খোঁজে ফুলের সুভাস,
বুনো পায়রা ডানা মেলে
শূন্য উড়ে পথটি ভুলে
বসন্তের নীল আকাশ।


বাসন্তী রংয়ের শাড়ীর মাঝে
খোঁপা জড়িয়ে রমনী সাঁজে
হেঁসে যায় খিলখিলে,
কাঁদা জলে জাল ফেলে
মাছ ধরিতে নামছে জেলে
ঝিলে খালে বিলে।


আমার ও যেতে ইচ্ছে করে
হারিয়ে যাই নদীর কূলে
গ্রামের মেঠোপথে,
মটরশুঁটি ছোলা পুড়িয়ে
হাতের তালুতে খাই মুড়িয়ে
সূর্য গেলে পাটে।