ভাল্লাগেনা কোন কিছু আজ
বিড়ি টানবে নাকি গাঁজা
লোকে বলে গাঁজা টানলে
মন হয় সিংহ রাজা।


খেয়েছে ছ্যাঁকা হয়েছে ব্যাঁকা
পৃর্থিবী যাবে ছাড়ি
হবে মাতাল খুজবে পাতাল
ঢকঢকে খাবে তাড়ি।


তাতেই নাকি কাজ হয়না
গিলছে ফেনসিডিল
অধিক নেশার জন্য খোজে
প্যাথেডিন আইচ পিল।


অবাক কান্ড সবাই ভন্ড
চাক্ষুষে সবই দেখা
ভদ্র সমাজের সোজা মানুষ
সবাই বক্ররেখা।


দেখেছি একদা লালন সাইজির
তিরোধানের সজ্জা মেলা
আহা! মৃত্যু দিনে চলছে আসর
গান আর গাঁজার খেলা।


কিশোর যুবক পাকা বুড়ো
কলকে সেজে বসে
হাতের তালুতে মুড়িয়ে গুড়িয়ে
দু-ঠোটে টানে কষে।


গাঁজায় এখন হয়না নেশা
হিরোইন নাকি ভালো
সকল ভাবনা দুর করে দেয়
অন্ধকার হয় আলো।


খেয়েছে হিরো হয়েছে জিরো
দেহ খেয়েছে দোল
তাইনা দেখে বলছে লোকে
ঐ দেখ হিরো খোর।


চোখের নিচে পরেছে কালি
বল নেই কোন দেহে
সোনার যৌবন কয়লা করেছে
দিন রাত হিরো খেয়ে।


পাড়ার সবাই সাবধানে থাকে
ঘটি বাটি নিবে চোরে
হারিয়ে গেলে বলবে লোকে
নিয়েছে হিরো খোরে।


হিরোতে আর হয়না নেশা
পেয়েছে  ইয়া- বাবা
এদের শত কৌশল দেখে
হচ্ছি মোরা হাবা!


ফলের ঝুড়িতে পেটের ভূড়িতে
মাদকের আমদানি
হিংস্র দানব নামধারী মানব
করে চলেছে শয়তানি।