কোলাহল মুক্ত নয় পরিবেশ
যেখানে নেই জন মানব
দাঁত কিটমিট করে ঘীরে ধরেছে
দোপায়া হিংস্র দানব।


ফঁস করে উঠে গোখড়ার মত
তেড়ে আসে চোখ রেঙে
ভয়কাতুরে স্বভাবে থামি
ঘাড় বুঝে দিলে ভেঙ্গে।


হুমকির মুখে বিষাদ জীবন
বিবর্ণ হয়েছে মুখ
কয়লার আগুনে ঝলছে গেছে
স্বপ্ন বিহীন সুখ।


সারাবেলা খেটে ফিরে আসি বাটে
বদন খানি হয় কালো
বুক ভরা শ্বাসে শান্তি আসে
ঘরে যদি পাই আলো।


স্বভাবের চেয়ে অভাব ভালো
ব্যবহারে হয় তৃপ্ত
জ্যোসনার চেয়ে আধারে শান্তি
হয়না যে-জন ক্ষিপ্ত।


কেউ নয় দোষী এই নরক জীবনে
পাপিষ্ঠ আমি এক নরাধম
মাটি পুড়ে হয় লালছে বর্ণের
যেথায় ফেলেছি দু এক কদম।


অথৈ জলে খেয়া পারাপার
ঘাটে নেই কোন তরী
নিরব পবনে সন্ধা লগনে
একেলা কেঁদে মরি।