পুরোনো স্মৃতির পাতা
খুলে দেখো একবার
ভাবতে গেলে হয়তো
দেখবে শুধু অন্ধকার।


নেমে আসবে আমাবস্যা
আর ধমকা ঝড় বাতাস
বিস্মিত হবে হয়তো
ফেলিবো কষ্টের দীর্ঘশ্বাস।


মাথায় ছিল দায়ের বোঝা
জীবনের খাতায় মামলা
কে যেন পিছু ডাকে
করিবে নাকি হামলা।


ভয়ে কেটেছে দিনগুলি
ছিলনা কোন ঠিকানা
বেদুইনের মত  চলেছিলে
আশ্রয় ছিল অজানা।


কারো এক অছিলায়
পেয়েছিলে কিছু স্বস্তি
কালের বিবর্তনে পাল্টে গিয়ে
করেছ শুধু মাস্তি।


বাবা ছেলে সব মিলে
সেথায় নিয়েছিলে ঠাই
ছিলনা কিছু তখন তোমার
এতটুকু অভিপ্রায়।


মাতৃস্নেহে রেখেছে আগলে
দিতে দেয়নী কালির দাগ
এতটুকু নেই কৃতজ্ঞতা হায়!
আজ তুমি যেন বনের বাঘ।


নিজের বিছানা ত্যাগ করিয়ে
দিয়েছে বালিশ চাদর
খানা পিনা আর কত কিছু দিয়ে
করেছিল তোমাদের আদর।


চেতনা আজ বড়ই বেদনা
অকৃতজ্ঞ বড়ই বটে
হৃদয়ে মাঝের শিরা গুলো
নদীর ভাঙ্গনের নায় ফাটে।


আজ কত তোমার বাহুর শক্তি
মুখে নিকৃষ্ট বুলি
অবিরাম তুমি চলেছ বলে
কালিমাখা মন খুলি।


বিদ্যা তোমার শিক্ষা দেয়নি
শিখেছো জঘন্য বিলাপ
চলন বলন মূর্খতায় পূর্ন
আচরন গোখরা শাপ।


হায়রে নিয়তি শুধু আজ ভাবি
বড় নিষ্ঠুর দুনিয়া
দুঃখের পাতা শেষ হবে না
সারাটি জীবন গুনিয়া।