মাথায় ঋনের বোঝা নিয়ে
ছুটে চলেছে ড্রাইভার
জানে না সে সময় হয়েছে
আজকে তার যাইবার।


সন্তানেরা পথ চেয়ে আছে
বাবা কখন আসবে
কোলে তুলে নিয়ে আদর করে
মুখটি ভরে হাসবে।


ভোর বেলাতে ঘর ছেড়েছে
খেয়েছে পান্তা ভাত
সন্ধা বেলায় মাছ কিনিয়ে
খাবে সে এক সাথ।


বউ বলেছে শুনছো নাকী
বাজার নেইতে কিছু
সন্ধার কালে আনবো কিনে
বলে বারেক পিছু।


দৌড়ে এসে জড়িয়ে ধরে
ছোট্র অবুঝ মেয়ে
বাবা বাবা ভাইয়া আমার
চকলেট ফেলেছে খেয়ে।


আমার জন্য আনবে খাবার
না হলে কিন্তু আড়ি
আইস ক্রিম না আনিলে
ঢুকতে দিবোনা বাড়ি।


সকল কিছু মাথায় নিয়ে
ছুটতে অধম বোকা
জানেনা সে এই পৃথিবীর
দিবে তাকে ধোকা।


যাত্রী নেই তবু ছুটেছে
মাইলের উপর মাইল
হঠাৎ করে সামনে এসে
দাড়ালেন আজরাইল।


দ্রুত গতিতে আসছে তেড়ে
বালি বোঝাইয়ের ট্রাক
সময় যে তার ফুরিয়ে গেছে
আজরাইল দিছে ডাক।


পিছন থেকে কামড়ে ধরেছে
ছুটিবার নেই উপায়
গ্যাস সিলিন্ডার ফাটিয়ে দিয়ে
প্রানটা ছিনিয়ে নেয়।


এতটুকু সময় পায়নি তো হায়
পালাবার নেই পথ
আশার আলো চিন্তা চেতনা
সব করেছে বধ।


মুছে গেলো আজ সকল কিছু
দেখা হলো কারো মুখ
হলোনা কেনা বাজার সদাই
ভাসিয়ে গেলাম বুক।


ফিরিয়ে গিয়েছে বাড়ির উঠানে
সাদা কাপড়ে মুড়ে
আত্মা ডেকে বলছে সবার
মাফ করে দিও মোরে।