মানুষ বহুরুপি বদলায় রং বারংবার
অচেনা পৃর্থিবীটা আপন নেইতো তোমার
আপন লোকের বিচরাও তুমি নিত্য
আপন হয়নী কেউ তুমি যে মধ্যবিত্ত।
স্বার্থটা লুকিয়ে থাকে মনের গহবরে
খেটে যাও যতই তুমি সারাটি জীবন ধরে।
খাটিয়ে নিয়ে তোমায় করিবে আম তোষা
নির্বাকে চেয়ে থাকবে শুধু তুমি যে ছাপোষা।
পারবেনা  তুমি এতটুকু তার প্রতিবাদ
এভাবেই পাড় হবে সকল দিন রাত।
মুসলিম হিন্দু  বোদ্ধ ইহুদি  খ্রীষ্টান
সবখানে বাস করে মুখোশধারী বেইমান।
বেইমান দেখিতে হয় ঠিক মানুষের মত
হবেনা তো লাভবান ভক্তি করো যত।
ভক্তিতে শ্রোষ্ঠা খুশি, খুশি নয় মানব
চিরকাল বিস্তার করে রক্তচোষা দানব।
দানবেরা ঘুরে ফেরে মানুষের ভিড়ে
সবাইকে ভেসে দিয়ে উঠে তারা তীরে।
তীরে উঠিয়ে তারা খলখলে হাসে
তবু ও বেইমানদের লোকে ভালবাসে।
ছাপোষা মানুষগুলির কোথাও নেই ঠাই।
দানবের কৌশল মরে সকল অভিপ্রায়।