কত পথ কত দুরত্ব
আজো হলোনা জানা
পাখির মত থাকলে ডানা
করতো না কেউ মানা।
সাগরের জল করে টলমল
স্বপ্নে ঘুরে ফিরে
জেগে দেখি হইলো এক
ঘুমাই আপন নীড়ে।
কল্পনায় হাটি পাহারের মাটি
দু-ধারে চায়ের পাতা
নিজের মাথায় ঠুকা দিয়ে বলি
খারাপ হয়েছে মোর মাথা।
পাথর বালিতে চাপা পরেছে
জীবনের অভিপ্রায়
রাতের আধারে কষ্ট গুলো
নিরবে কেঁদে যায়।
নিশি পোহালে ঊষা জাগিলে
কেটে যায় কালো আধার
বাম বক্ষে তবু ও থাকে
যন্ত্রণার কালো পাহার।
এভাবেই কাটে মানব জীবনের
বেঁচে থাকার পথচলা
কারো প্রশাস্তি কারো অশান্তি
যায়না যাহা বলা।
স্রোতের গতিতে পাড় হয় বয়স
হয়ে গেছি আজ বুড়া
এত সুন্দর পৃর্থিবী টাতে
আজো হলোনা ঘুরা।