সময়ের সাথে ঝুলে পরেছে দেহের চর্ম
ব্যস্ততার মাঝে ফোটা ঝরছে দেহের ঘর্ম।
কালো চুলে মাঝে ভরে গেছে পাকা চুলে
চোয়ালের দুপাশে এখন আর নেই ফুলে।
হাটিতে পারিনা জোরে, টনটন করে ব্যথায়
প্রেসার বেড়ে গিয়ে, যন্ত্রণা হয় সারা মাথায়।
পেটের তাগিদে ছুটে চলি ভোর বেলায়
বুকে ব্যথা নিয়ে মুছি দু-চোখ অবহেলায়।
পুড়ে ছাড়খার হয় পিঞ্জরে জ্বলছে দাহন
এ জগতে মাঝে অভাগার হলোনা বাহন।
দিনের শেষে ঘরে ফিরে এতটুকু নেই শান্তি
জীবন প্রদীপ নিভিলেও যাবেনা এ ক্লান্তি।
হাফ ছেড়ে বাঁচি দারে আসিলে আজরাইল
চলতে হবে না আর ভাঙ্গা পথ শত মাইল।
না হয় যাবো লোকালয় ছেড়ে বন-বাদারে
খড়কুটো দিয়ে বাসা বাধিব ভাঙ্গা নদীর তীরে।
পশু -পাখি আর বৃক্ষের তলে, করে নিবো বসবাস
মানুষের মায়া এ জীবনে তরে, করিবেনা আর গ্রাস।
মানুষের ভিড়ে শান্তি নাই, আছে ভরা শুধু যন্ত্রণা
গুমরে কাঁদি নিরবে তাই, নেই দেবার কেউ স্বান্তনা।