বাঘের চেয়েও ভয়ংকর,
          সাপের চেেয়েও বিষধর।
ভুতের চেয়েও বিভৎস,
বধু বেশি  ডাইনীর বিদ্রুপ
যে  ভুবনের আসল  রূপ
যার নজরে গেছে পরে,
হয়েছে  বুঝি সে ই চুপ।।
★★**★**★**★**★★
দৈত্য দানবের এমন এক  দেশে,
ভিবিষিকাময়  সেই  সে  পরিবেশে।
যেথা  মরণ,  যখন  তখন,
চলছে দিয়ে সদাই হানা।
ভুবন  নামের এই  আবাসে,
লুকিয়ে আছে  সেই। ঠিকাণা।
★★**★**★**★**★★
সব  জেনেও হেথা হেসে হেসে
পাগল  ছাড়া  আবার কেসে,
নির্ভাবনায়  ঘুমায়ে কাটায়
এমনও এক হালে, কেমনে যে সে।।
★★**★**★**★**★**★★