তোমার হাসিতে আর মন ভরে না-
তোমার কান্না আর আলোড়ন তুলে না।
তোমার বিচ্ছেদে আর কম্পন উঠে না বুকে-
চুপিসারেই নিদ্রা নামে চোখে।
তোমার যত্নে আর সেই সাদ নেই-
তোমার অবহেলায় তাই রোমাঞ্চিত হই।
তোমার করা অভিযোগে আজ সুখ মেলে-
দ্রোহ তখনি বাড়ে, নতুন সপ্ন এলে।


কেন নিকোটিন হলে, আমার আসক্তি হলে না-
কেন ছোয়ায় ফোস্কা তুললে,প্রলেপ হলে না!
কেন কল্পনায় এতটা সরল তোমাকে পাই-
কেনই বা বাস্তবে রৌদ্র রুপেও তোমার দেখা নাই!
জানি তুমি নির দোষ, আমিই বা কি করতে পারি-
তোমার হাতের কাকন দিয়ে সাজাই আমার গলার বেড়ী।
তোমার অম্রিতে আমি অধিকারী নই,তাই বীষেই গা ভাসাই-
আমার আমিত্ব ধীরে ধীরে তাই তোমার মাঝেই হারাই।


আমি আর প্রেম পেতে চাই না, দ্রোহ কামনা করি -
রক্তকনায় অনুরনিত হোক তোমার নামের ফেরি।
জানি তুমি ভূত ভবিষ্যৎ কিচ্ছুটি নও-
তবুও তোমার একালকার তুচ্ছটি করে নাও।
আস বাচিঁ আমরা,সুখে কিংবা বিচ্ছেদে -
আস বাচিঁ আমরা, দুখ কিংবা আহ্লাদে।
আমার শুধুই অনভূতি চাই -একরাশ অনুভূতি।
সেখানে প্রেম বিচ্ছেদ মুখ্য নয়, হৃদয় কাপুক তোমার প্রতি।