গলির পরে গলি
তরপর আরও গলি,গহীন গলি,শ্যামা গলি।
ঘেও ঘেও শব্দটা ঐদিক হতেই প্রখরতর -
থেকে আরও প্রখরতর,বুনো উল্লাস বেদিনী সুর হয়।
শব্দসীমা ভেদ করে শব্দ আসে,তা কর্ণপাত হয় না।
প্রথম রক্তের স্বাদ বাতান্বিত হয়-
রক্ত বাষ্প হয়,বাষ্প ধুলি হয়।
লিকলিকে দেহ্গুলি ,থেতলান মাটি হয়-
এরপর পড়ে থাকে শুধুই গলি।
তারপর আরও গলি,গহীন গলি,শ্যামা গলি।।