হ্যা হেরিকেনের আলোটাই চাই,
হলুদাভাব রেশমী আলো।
ঠিক যেন আধুনিক ক্যামেরার ব্লার অপশনের মত
য্তটুকু চাই ততটুকুই স্পষ্ট,বাকিটা আবছা নতুবা ঘোলাটে হোক।
তার সামনেই তোমাকে বসাব।
চিমনির উত্ত্যপ্ততায় তোমার কপলে-
শিশির বিন্দুর মত স্বেদ জমুক-
তোমার চোখের ভুষোকালিতে হারাক আমার অন্ধকার।


ঘরটা খেজুর পাতার বেড়াতেই হোক,
ছাওনিটা হোক কাশিয়ার।
উদম জানলায় জোনাকীরা খেলবে-
বাতাসের ঝাপটায় দুলে উঠুক পুরো ঘর
দুলে উঠবে গো মনে ভালবাসার অসীম জোয়ার।
তখন যেন দ্রিষ্টি ফেলনাগো তুমি,তখন যেন হয়োনাগো উদাসীনি-
শুধু উড়তে থাকুক লাগামহীন শাড়ীর আচল-
তোমার চুড়ির শব্দে ভাঙ্গুক আমার অস্তিত্তের দুয়ার।।