আমার লোম কুপেতে জল ভরেছে,
ফোসা ধরেছে হাতে।
আয়না ভেঙ্গে বালি হয়েছে,
বরফ গলা স্রোতে।


আমার কপাল জুড়ে ভাজ পড়েছে,
চোখে আগুন জ্বলে।
ভাবুক মনে জং ধরেছে-
হাজার স্মৃতির তলে।


তোমার খেলা আমার খেলা,
হলদে ডাঙ্গার মাঠ।
আমার শবে করুণ মেলা,
করোতোয়ার ঘাট।


তোমার চোখের দিপ্তি হাসি
আমার চোখের জল।
তোমার ক্রিপার গলধ রাশি
চলুক গন্ডগোল।


তবু বাচুক পুরুষ আগুন বেগে
মিটুক তাহার আশ,
ঘাড় বাকিয়ে একটু রেগে
আপ্নাই সর্বনাশ।।