পেটের ক্ষুধা মনের ক্ষুধা ক্ষুধার কত জাত
জাতবিজাতে ভিন্নতা নেই একসুরে সব কাত।
খিদে পেলেই জ্বলে ওঠে আপন নাড়িভুঁড়ি
নড়ে ওঠে দেশ জনতার রন্ধনশালার হাঁড়ি।


জঠর জ্বালায় সভ্য জাতি গতর খাটায় ঘামে
তাড়না তার ঘুম কেড়ে নেয় দরকষে নিলামে।
প্রিয়জনের মুখগুলো তার  চোখেমুখে ভাসে
যুদ্ধে নামে জীবন হাতে ভয় করে না - নাশে।


সার্ট ডাউনে বাইরে গেলেই শাস্তি জরিমানা
দিনমজুরির বজ্র নিনাদ হাঁড়িতে নেই দানা ।
হাত পাতেনা ভুখা থাকে মহামারীর শিকার
এমন ঘরের খবর নিয়ে সময় এখন দেবার।


বিদ্যাপিঠে ঝুলছে তালা জ্ঞান বিকাশে ফাঁকা
সার্টডাউনে আটকে গেলো  উন্নয়নের চাকা।
গণতন্ত্রের ভীত নড়ে আজ শঙ্কিত এই জাতি
জেগে ওঠো রাজ্যশাসক ফিরাও দেশের গতি।


রচনা কালঃ ২রা জুলাই ২০২১
লাভ রোড, মিরপুর দুই
ঢাকা :১২১৬