টুনা টুনির নতুন বাসা
দেখতে পেরে বৌ,
শপথ করে আপন মনে
বলবে না সে ছেলের কানে
সামলে রাখে মেয়েটাকে
বুকে বাড়ে ঢেউ !


বেকার থাকা বৌয়ের স্বামী
স্বভাব-ধরা,'খুঁত,
বাতিক ওঠে বৃক্ষ প্রেমের
কলম দিতে প্রিয় আমের
চারা গাছের কাছে যেতেই-
নড়েচড়ে ফ্রুৎ -?


খুঁতখুঁতনি ব্যাটে লেগেই
প্রথম বলে ছয়,
চারা গাছের পাতা নড়ে
বৃক্ষ প্রেমীর নজর কাড়ে
উঁকি দিতেই বাচ্চা টুনির
অবস্থা ছয়-নয়!


রচনাঃ ০৫/০৬/২০২১
জন্মভূমি , কালুখালী রাজবাড়ী।