আগস্ট এলেই বিয়োগ ব্যাথায়
বর্ষা নামে চোখে,
আঁধার নামে অকপটেই
জাতির পিতার শোকে,


বাঁধন হারায় আঁধার কালো
শ্রাবণ মেঘের গতি,
পিতা ভক্তের ঢল নামে- ঐ
টুঙ্গিপাড়ার প্রতি।


আগস্ট এলেই ধানমন্ডির
বাড়িটাও ঠিক কাঁদে,
পায়রা গুলো পাখা ঝাপটায়
পিতার আর্তনাদে।


আগস্ট এলেই বুক ফেটে যায়
বোল ফোটে না মুখে,
মায়ের স্মৃতি হাতড়ে বেড়াই
ডুকরে কাঁদি দুঃখে!


রচনা কালঃ ০৬/০৮/২০২১
কালুখালী, রাজবাড়ী।