"শতবর্ষের ঋণ"
••••••••••••••••••
সৃজনে:- আলতাফ হোসেন


জন্ম আমার স্বাধীন দেশে
বাহাত্তরের মার্চে,
রক্তে আমার মুক্তি যুদ্ধের
বজ্র ডঙ্কা বাজছে।


যুদ্ধ কালীন মাতৃগর্ভে
স্ব-চক্ষে দেখি নাই,
আজ শুনে সেই মধুর কন্ঠ
চৈতন্য ফিরে পাই !


যার হুঙ্কারে স্বাধীন জাতির
বিশ্বে উচ্চ মাথা,
আমরা পেলাম মায়ের ভাষা
নির্ভয়ে বলি কথা।


টুঙ্গিপাড়ার সেই ছেলেটি
ডাক-নাম ছিল খোকা,
জন্মেছিল মধুমতি তীরে
নীতি ছিল একরোখা।


জন্ম দিনের বর্ষ ঘুরে
আজ সেই শুভদিন,
শ্রদ্ধাভরে স্মরণে জাতি
শতবর্ষের ঋণ ।
•••••••••••••••••••••••••
রচনা কাল:- ১৭ই মার্চ
লাভ রোড, মিরপুর দুই
ঢাকা ,বাংলাদেশ।