বিনীদ্র চোখ,তৃষ্ণার্ত মন
           অজানা জীবন।
কালো মেঘ, অশান্ত বাতাস
নীলিমার নীলচোখে ভয়।
          অশনি সংকেত:
কে জানে কখন কি হয়!
নবযৌবন, কঠীন সন্ধিক্ষণ
         শরণার্থী জীবন।
            শুধুই রোদন!
ঘাত-প্রতিঘাত, এর ওর হাত
          লুন্ঠীত যৌবন।
   অশ্বাসে-বিশ্বাসে আর
দৈর্ঘ্য নিঃশ্বাসে মৃত প্রায়।
                 -