বেলা শেষে যদি আসো
কিছুই আর থাকবেনাকো পড়ে,
তোমার যা করার আছে তুমি করো
বেলা ফুরাবার আগে।


অস্তগামী সূর্য থাকেনা বেশিক্ষণ-
পূব আকাশের পানে;
আপনালয়ে মিশে যায়,
দিন ফুরিয়ে যায়,
নিশীথের গোপন প্রণয়ে।


তেমন করে তোমার আমার বয়ে যাচ্ছে বেলা
তাই, যদি করো আজ আয়োজন
প্রণয়ের ঢ়ঙে সাঁঝের‌ও আগে!
পাড়ি দিবো বৈতরণী
তোমাতে আমাতে।


আমি আছি তোমার পানে
দুহাত প্রসারিত করে,
হৃদয়ের সাথে মিতালি হোক
বেলা ফুরাবার আগে।


যদি করো দান
তোমার হৃদয়ের অভিমান,
দূর করে সাজাবো যত আছে
ভালোবাসার সম্মান।


আজ না কাল করে
আর নয় তব ক্ষেপনকাল,
ভাবনার পালা করে সাঙ্গ
চট জলদি ঘুচে দাও
প্রণয় মাঝে দূরত্ব।


মিলনের তরে একটু নাহয়
করে নাও সমঝোতা,
অল্প এ জীবনে হতে দাও
জীবনের স্বার্থকতা।