সকালের কার্নিশে এক চিলতে মিষ্টি রোদ,
শালিকের কিচির মিচির ডাক;
হাতে ধোঁয়া ওঠা এক মগ উষ্ণ চা,
আর সামনের এস্ট্রেতে তামাক পোড়া ছাই জটা।


তুমি ভীষন মনে পড়লে,
খানিক অতীত হাতড়ে বেরিয়ে এলো -
তোমায় নিয়ে বারান্দার ছোঁয়া ছুঁয়ি খেলা!
চায়ের মগ বাড়িয়ে দিয়ে মিষ্টি করে
শুভ সকাল জানলে আামার দুপার উপর আলতো বসে,
উফ্, হঠাৎ শিহরন খেলে গেলো!!!


চোখ বুজে আসছে,
ভীষণ মনে পড়ছে -রাতমর উলুবনে মুক্ত ছিটিয়েও
সকালের এই উষ্ণতা আবার শিহরন জাগানিয়া!!!
আমি এই তোমাকে অপার অনুভবে পাই
তোমার চুলের মাতাল মিষ্টি ঘ্রান
আমাকে আবার সিংহসম করে তুলছে।
চোখ বুজে অনুভবে তোমাকে নিয়ে আবারো হারিয়ে যাচ্ছি চির চেনা ওই বন্দরে।


আমি ভীষণ করে নিয়েছি তোমার বাহু ডোর
আলিঙ্গনের মুগ্ধতায় চুপটি করে ডুবে আছি
তোমার ঈষৎ উষ্ণ গহ্বরে!!!
তোমার সমর্পন আমাকে মুগ্ধ থেকে মুগ্ধতর করে নিয়ে যাচ্ছে।
তুমি এলিয়ে দিলে তোমার শরীর
তৃপ্তির তুফানে হারিয়ে যাচ্ছি আমরা সংগোপনে!!!


হাতে ধরা চায়ের মগটা টুং শব্দে লুটিয়ে পড়লো ঘরমর।
আমার ঘোর কেটে গেল এক লহমায়।
চোখের কোলে জমে আছে এক বিন্দু শিশির!


আজ কতদিন তোমার অনুভব পাইনা
কি যাতনা বিষে মরছি অহর্নিশ,
তুমি চাইলেনা, বুঝলেওনা;
কি ক্ষতি হতো একটু আমায় যদি বুঝতে!
এটুক চাওয়ার শিকিভাগ পূরণ যদি করতে!!!
হয়তো গল্পটা আজ অন্য রকম হতে পারতো,
তোমার আমার ভেলা হয়তো এক গন্তব্যে ছুটতো।