বয়ে চলে হরকরা শহর নগর
বরষা বাদল কি রৌদ্র প্রখর,
ডাকঘর নিজ ঘর, নাই ঘর তার
দ্বারে দ্বারে বিলি করে চিঠি আছে যার।
চরন যুঘল তার আদি সহচর
বয়ে চলে সুখ-দুঃখ হরেক খবর।


কেউ যদি জিজ্ঞাসে-আছে কি খবর?
আজ নেই, আসি দাদা- ছুটে পথ পর,
এভাবে চলে তার অষ্ট প্রহর
যতই অভুক্ত হোক নিজের জটর।


সকলের সুখ দুঃখ বিলি হলে পর
নিজের হিসেব দেখে সব বে-খবর,
তবু সে পথ চলে
শহর নগর।


সীতাকুণ্ড, চট্টগ্রাম
১৯৯৭ ইং
(কবিতাটি প্রকাশিত হয় সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় এর বার্ষিক স্মরণিকা "সংকেত" এ)