লাশ কাটা ঘর!
আমি একা হাতে হাতুড়ি শাবল!
অপেক্ষায় রত নিজের পোস্টমর্টেমের।


নিজের বুকের করোটির মাঝে তীক্ষ্ণ শাবল ধরি
ফালি ফালি করে কেটে নিয়ে আসি
নিজের হৃদপিণ্ড।
রক্ত মাখিয়ে চিবিয়ে খাই নিজের গান্ডপিণ্ড।


লাশ ঘর শুনশান,
হৃদপিণ্ড চিবানোর কচ কচ শব্দ
বাইরে ঝিঁঝিঁ পোকার ডাক।
আমি অমৃত চিবোই কচ কচ করে
হৃদপিণ্ড খাই,
তাও নিজের...!!!


লাশ কাটা ঘরে আমি একা।
চিবিয়ে খাই নিজেই নিজের অস্থি পিণ্ড।


তামাক পোড়া ধোঁয়ায় কেমন যেন
গাঢ় বাদামী হয়ে আছে ফুসফুস।
নিকোটিন এর গন্ধে মো মো করছে লাশ ঘর।
আমি শ্বাস নেই নিকোটিনের বুকে নাক ডুবিয়ে!
আহ্!
আমি উন্মাতাল!
ঠোঁটে ধোঁয়া ওঠা ফুসফুস!


পাকস্থলী!
যেন এক গুদাম ঘর,
ঘরময় লেপ্টে আছে প্রিয়তমার লিপস্টিক।
পেট ভর্তি লিপস্টিক।
কিলবিল করছে অজস্র পোকা
চেটে পুটে খেয়ে নিচ্ছে আমার প্রিয়তমার স্বাধের লিপস্টিক।


লাশ কাটা ঘরে আমি একা।
চারিদিকে শুনশান
কচকচিয়ে খাই নিজের হৃদপিণ্ড
হাতে ধোঁয়া ওঠা ফুসফুস!



সীতাকুণ্ড। চট্টগ্রাম
২৭ জুন ২০২৩