প্রাক্তন,
ধন্যবাদ নিও।
আজ হয়েছি কবি;
তুমি তার কারিগর, তুমি রথী মহারথী।
জীবনের দোলাচলে যখন তুমি এলে
গতি পেলো জীবন, যেন কারুকাজ কোন শিল্পীর শৈল্পিক নিদর্শন।
গতিময় জীবনে ছন্দ খুঁজে পেলো
তোমারি অনাবৃত ভালোবাসার সংমিশ্রণে।


হে আমার কবিতার নায়িকা!
জানা ছিলনা তুমি ছলনাময়ী!
তোমার ঐশ্বর্যে ডুবে গিয়ে হারিয়েছি জীবনের মতি-গতি।


আজ হতে বহুকাল পরে যখন পড়িবে এ কবিতাখানি!
জানিবে কেউ ছিল তোমার জীবন মরনের সাথী।


হতে পারবো না আমি হয়তো রুদ্র!
তবে হ্যাঁ, আমি আজ রুদ্রের চেয়েও বৌদ্ধ।।


সীতাকুণ্ড, চট্টগ্রাম
১৮/১২/২০২২